প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৮, ২০২২ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই শ্লোগান নিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মা সমাবশে অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার জানায়, মা সমাবেশে শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত, উপস্থিতি বৃদ্ধি ও করোনায় সচেতনতা বিষয়ে মায়েদের উদ্বৃুদ্ধ সহ মাস্ক ব্যবহার করতে একযোগে এ মা সমাবেশের আয়োজন করা হয়েছে।
মা সমাবেশে উপস্থিত উপজেলা সহকারি শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবক হিসেবে মায়েরা বক্তব্য রাখেন।