প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৮, ২০২২ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বপন খান (৫২) নামে এক কৃষক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি গতকাল মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে ঘটে। নিহত স্বপন খান উত্তর লামকাইন গ্রামের আঃ বারিক খানের ছেলে। তিনি এক ছেলে ও চার মেয়ের জনক।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামের কৃষক স্বপন খান মঙ্গলবার ভোর ৫ টায় দিকে সবার অগোচরে নিজ বাড়ির গোয়াল ঘরের ধর্ণার সাথে গলায় দড়ি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে স্বজনরা পাগলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গলায় দড়ি কেটে নিচে নামালেও ততক্ষনে সে মারা যায়। স্বজনদের দাবী, কৃষক স্বপন খান বেশ কয়েক বছর যাবত মানসিকভাবে অসুস্থ ও বিপর্যস্ত ছিল। বিভিন্ন সময়ে উনাকে ডাক্তারি চিকিৎসা করানো হয়। স্থানীয় ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার সোহেল মিয়া ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।
পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের বক্তব্য অনুয়ায়ী লোকটি দীঘৃদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ঘটনায় পারিবারিক ভাবে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।