বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৮, ২০২২ সময়ঃ ৮:২৪ পূর্বাহ্ণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুনীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় দুপ্রক অফিসে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
গফরগাঁও উপজেলা শাখার দুপ্রক সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল বাসারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার মোঃ তাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোঃ ফারুক আহামদ । বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচাজ (ওসি) ফারুক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, গফরগাঁও ‘৮৫ সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু ও উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল রায়।
এসময় অন্যদের মধ্যে দুপ্রকের সহ- সভাপতি সুলতান আহমেদ, সদস্য গোলাম মোহাম্মদ ফারুকী, এইচ কবীর টিটো, লুৎফর রহমান খান ও সমাজসেবক ডাঃ কে এম নাজমুল হুদাসহ গন্যমান্য ব্যক্তিবগ প্রমূখ উপস্থিত ছিলেন।
ডাঃ কে এম এহছান, এডভোকেট বলেন, প্রতি বছরই শীতার্ত মানুষের মাঝে দুপ্রক কম্বল বিতরণসহ বিভিন্ন সহায়তা করে থাকে। তারই ধারাবাহিকতায় এই শীতেও কম্বল বিতরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com