বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১২, ২০২২ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ

জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ জুড়ীতে মৎস্যচাষ এবং মৎস্য ব্যবস্হাপনায় জলবায়ু সহনশীলতার ধারণা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী (১০-১১/জানুয়ারি/২০২২ ইং) স্থান উপজেলা রিসোর্স সেন্টার এ।আয়োজনে,কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড এ কুয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বাস্তবায়নে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যলয়,জুড়ী উপজেলা।উক্ত প্রশিক্ষণে ১২০ জন মৎস্য চাষি ও মৎস্য জীবিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরুষ ৭৪ জন,মহিলা ৪৬ জনু উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আল মিনান নৃর বিভাগীয় সহকারি পরিচালক মৎস্য অধিদপ্তর সিলেট, মোহাম্মদ মিজানুর রহমান মৎস্য কর্মকর্তা মৌলিবাজার জেলা,মোহাম্মদ আবু মাসুদ মৎস্য কর্মকর্তা কুলাউড়া উপজেলা,ফয়জুল কবির মৎস্য কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলা।প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আবু ইউসুফ মৎস্য কর্মকর্তা জুড়ী উপজেলা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মিনান নৃর বিভাগীয় সহকারি পরিচালক মৎস্য অধিদপ্তর সিলেট,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা,মোহাম্মদ মিজানুর রহমান মৎস্য কর্মকর্তা মৌলিবাজার জেলা,ফয়জুল কবির মৎস্য কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলা,মোহাম্মদ আবু মাসুদ মৎস্য কর্মকর্তা কুলাউড়া উপজেলা,আবু ইউসুফ মৎস্য কর্মকর্তা জুড়ী উপজেলা,মোহাম্মদ আলী সভাপতি জুড়ী প্রেসক্লাব।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com