প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১২, ২০২২ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ষ্টেশন রোডস্থ সাহাবাড়ী প্রাঙ্গণে কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোগ মুক্তি ও বিশ্ব শান্তি কল্পে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞনুষ্ঠান সমাপ্তি হয়েছে।
শ্রী শ্রী মৃদুল সাহা চৌধুরী, শ্রী গণেশ বণিক, শ্রী রনি গৌর, শ্রী শিপুল ঘোষ, শ্রী অনিক সাহা চৌধুরীসহ আরো অনেকের সাবিক সহযোগিতায় অনুষ্ঠান আয়োজনে মধ্যে ছিল, গত বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্তন। শুক্রবার অনুণোদয় হইতে সোমবার অরুণোদয় পর্যন্ত ২৪ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ ও সংকীর্তন। সোমবার শ্রীী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলী কীর্তন। মঙ্গলবার কুঞ্জভঙ্গ, ভোগরাগ, দধিমঙ্গল, মহাপ্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।