বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১২, ২০২২ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলিফ নামে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে দুই ডোজ করোনার ফাইজার টিকা প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলিফ উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক (৮ম শ্রেনী পর্যন্ত উন্নীত) বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সে শিলাসি গ্রামের রনি মিয়ার ছেলে।
গত মঙ্গলবার বিকালে স্থানীয় আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়াম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফাইজার টিকা দান কর্মসূচিতে এমন ঘটনা ঘটে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি এমন টিকা গ্রহণে কোন অসুবিধা হবে না।
শিক্ষার্থী আলিফ বলেন, টিকা গ্রহণ করেছি বলার পরও আমার কথা বিশ্বাস না করে আরও এক ডোজ টিকা দিয়ে দেয়। শিক্ষার্থীর পিতা রনি মিয়া বলেন, দ্বায়িত্বে খামখেয়ালি করায় এটা হয়েছে। ছেলেটার কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এটা নিয়ে চিন্তা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাইন উদ্দিন খান মানিক বলেন, টিকা নেওয়ার দুই আড়াই ঘণ্টার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া না হলে আর ভয়ের কারণ নেই। আমরা আশা করছি কোন সমস্যা হবে না।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com