প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১১, ২০২২ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফিজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
গত সোমবার রাত ৯ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের আলতাফ হোসেন গোলন্দাজ ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন একই ইউনিয়নের চরমছলন্দ মাইজপাড়া গ্রামের বন্দের বাড়ীর বাসিন্দা।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত হাফিজ উদ্দিন গফরগাঁও বাজার থেকে রাত নয়টার দিকে অটোরিকশা দিয়ে বাড়ীতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।চিকিৎসারত অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, ব্রীজে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এঘটনা ঘটে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।