প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৮, ২০২২ সময়ঃ ৫:০৭ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকাপ্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান,আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান প্রমুখ।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান জানান, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে ভালুকায় এই কর্মসূচি শুরু হয়েছে। পুরো উপজেলায় মোট ৩১ হাজার ৫৮০জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি। #