প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৪, ২০২২ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হল ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামাদি।
তফসিল অনুযায়ী আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে ইউপি ভোট গ্রহণ। সকাল আটটা থেকে শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারী) দুপুর থেকেই গফরগাঁও উপজেলা নির্বাচন কার্যালয় হতে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছেন নির্বাচন কমিশন। ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটগহণের উপকরণ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ১২ ইউপি চেয়ারম্যান ও ৯ জন সদস্য বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বাকী গুলোতে নির্বাচন হবে। নির্বাচন কে সুষ্ঠভাবে পরিচালনা করতে নির্বাচন অফিস ১৫টি ইউনিয়নের ১৪৬ টি ভোট কেন্দ্রে, ৮৮৪ ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৩,২৬,৫৭৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৭৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৮ জন।
এদিকে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ও পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান জানান, প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েন করে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভুঁঞা জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এতে ১৪৬ জন প্রিজাইডিং অফিসার, ৮৮৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৭৬৮ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম জানান, ভোটাররা নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করবেন। এছাড়া টহলে কাজে নিয়োজিত থাকবে র্যাবের একাধিক টিম।