প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৪, ২০২২ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী অপর প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই মেম্বার প্রার্থী আসাদ শেখ (মোরগ প্রতিক) ও সাইদুল ইসলাম (তালা প্রতিক)। তারা তাদের প্রতিদ্ব›িদ্ব মেম্বার প্রার্থী বদরুল ইসলাম ঢালীর (ফুটবল প্রতিক) বিরুদ্ধে সন্ত্রাসীর কর্মকান্ড ও কেন্দ্র দখলের অভিযোগ এনে বলেন, বদরুল বাহিনী তাদের নির্বাচন ছেড়ে এলাকায় ছাড়া হুমকি দেন। এতে তারা নির্বাচন সুষ্ঠু নিয়ে শংকিত ও আতংকিত। ফলে দুই মেম্বার প্রার্থী সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।