প্রকাশিত হয়েছেঃ জুন ৭, ২০২১ সময়ঃ ১০:৩১ অপরাহ্ণ
ত্রিশাল প্রতিনিধি:-
‘অনলাইনে খাজনা দিব-ঘরে বসেই দাখিলা পাব’ শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে উদ্ধোধন করা হয়েছে ভূমিসেবা সপ্তাহ।
এ লক্ষে ৬ জুন রবিবার বিকেলে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বালিপাড়া ইউ.পি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, আমিরাবাড়ী ইউ.পি চেয়ারম্যান আনিছুর রহমান ভূট্রো, কাঠঁাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল প্রমুখ। এর আগে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কাযার্লয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।