বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৩০, ২০২১ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধি, ৩০ ডিসেম্বরঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা অস্ত্র মামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর বৃহষ্পতিবার ভোরে পুলিশ উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি এলাকা থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম খান পলাশের ছোট ভাই বিপুল খানকে গ্রেফতার করে।
পাগলা থানা পুলিশ জানায়, ২৭ ডিসেম্বর টাংগাব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম পলাশের কর্মী-সমর্থকরা নির্বাচনকালীন দেশীয় অস্ত্র মজুদ ও হেফাজতে রাখার অভিযোগে পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ স্বতন্ত্র প্রার্থীর বাড়ির পাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় পুলিশ বৃহষ্পতিবার ভোরে টাংগাব ইউনিয়নের বারইহাটি এলাকা থেকে এই মামলার পলাতক আসামী বিপুল খানকে গ্রেফতার করে। সে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম খান পলাশের ছোট ভাই। পরে তাকে আদালতের মাধ্যমে বৃহষ্পতিবার ময়মনসিংহ জেল হাজতে পাঁঠানো হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুজ্জামান বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামী বিপুল খানকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com