প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৩০, ২০২১ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স, ৩০ ডিসেম্বরঃ
অনলাইন নিউজ পোটার্ল দিগন্তবাতার্য় খবর প্রকাশের পর ময়মনসিংহের ভালুকা উপজেলা নিবার্হী কর্মকতার্ সালমা খাতুনের উদ্যোগে মাটি ফেলে জবরদখলকৃত জোঁকাদারা সরকারী খালটি উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাখালি গ্রামের অবস্থিত ওই খালটি প্রভাবশালী কতর্ৃক মাটি দিয়ে ভরাট করে জমি জবর দখলের সংবাদ পেয়ে তিনি ওই খালটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল আজিজ ও তার ভাতিজা আব্দুল মালেক মল্লিকবাড়ি-আউলিয়ারচালা সড়কের সোনাখালী অংশে জোঁকাদারা পাকা সেতুর নীচে খালের উপর মাটি ভরাট করে সরকারী জমি জবর দখল করে নিচ্ছেন। মাটি ভরাটের ফলে সেতুর উইং ওয়াল মাটিচাপা পরায় সেতুটি ঝঁুকিপুর্ণ হয়ে পরেছে। অপরদিকে মাটিফেলে খাল ভরাট করায় বষার্ এলে উভয় দিকের গ্রাম ও ফসলি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছে এলাকাবাসী। তাছারা খাল ভরাট হওয়ার কারনে আবাদী জমিতে সেচ ব্যবস্থা ব্যহত হবে বলে এলাকার চাষীরা জানান।
এলাকাবাসীর দাবী দীর্ঘদিনের পুরানো খালটি উদ্ধার ও জলাব্ধতা নিরশনে সরকারের সংশ্লিষ্ট বিভাগের তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছিলেন।
এ ব্যাপারে অনলাইন নিউজ পোটার্ল দিগন্তবাতার্য় সচিত্র খবর প্রকাশের পর উপজেলা নিবার্হী কর্মকতার্ সালমা খাতুন প্রথমে ইউনিয়ন ভূমি কর্মকতার্কে ঘটনাস্থলে পাঠিয়ে মাটি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া দেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা খালে ফেলানো মাটি সড়িয়ে নেন।
উপজেলা নিবার্হী কর্মকতার্ সালমা খাতুন জানান, খাল ভরাটের সংবাদ পাওয়ার পর তিনি ইউনিয়ন ভূমি কর্মকতার্কে ঘটনাস্থলে পাঠিয়ে মাটি সড়িয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। পরে অভিযুক্তরা তাদের অপরাদ স্বীকার করে মাটি সড়িয়ে নিয়েছেন। সংবাদ প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।