বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৩০, ২০২১ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ । ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দ্বিতীয়বারের মতো এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশসেরা ফলাফল করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।
১ লাখ ২৭ হাজার ৬১৮ জনের মধ্যে ছাত্র পাস করেছে ৬৪ হাজার ৭৫৩ জন, পাসের হার ৯৬ দশমিক ৮১। ছাত্রী পাস করেছে ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮ দশমিক ২৭।
বিজ্ঞান শাখায় পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখা বিভাগে ৯৭ দশমিক ৮৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯৩ দশমিক ৭০ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৪ জেলার মধ্যে নেত্রকোনায় পাসের হার ৯৮ দশমিক ৪৯ শতাংশ, জামালপুরে ৯৭ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহে ৯৭ দশমিক ৩৩ শতাংশ, শেরপুরে ৯৭ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ হাজার ২৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কেন্দ্র ছিল ১৪৭টি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com