প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৯, ২০২১ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২৯ ডিসেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় মাটি ফেলে জোঁকাদারা নামে একটি সরকারী খাল ভরাট করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল আজিজ ও তার ভাতিজা আব্দুল মালেক মল্লিকবাড়ি-আউলিয়ারচালা সড়কের সোনাখালী অংশে জোঁকাদারা পাকা সেতুর নীচে খালের উপর মাটি ভরাট করে সরকারী জমি জবর দখল করে নিচ্ছেন। মাটি ভরাটের ফলে সেতুর উইং ওয়াল মাটিচাপা পরায় সেতুটি ঝঁুকিপুর্ণ হয়ে পরেছে। অপরদিকে মাটিফেলে খাল ভরাট করায় বষার্ এলে উভয় দিকের গ্রাম ও ফসলি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছে এলাকাবাসী। তাছারা খাল ভরাট হওয়ার কারনে আবাদী জমিতে সেচ ব্যবস্থা ব্যহত হবে বলে এলাকার চাষীরা জানান।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল জানান, এক শ্রেণীর ভূমি ব্যবসায়ী বেশী মুনাফার লোভে জলাশয়, ফসলি জমি, খাল বিল ভরাট করে নিয়ম বর্হিভূত ভাবে সরকারী নির্দেশ অমান্য করে জমির শ্রেণী পরিবর্তণ করে চলেছে, যা পরিবেশ ও জীবনযাত্রায় বিরুপ প্রতিক্রিয়া ফেলবে। ভালুকায় দখল ও ভরাট হওয়া প্রায় ৩০ টির মতো খাল উদ্ধারের জন্য বাপার উদ্যোগে এলাকাবাসীর অংশ গ্রহণে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আজিজ জানান, খালে মাটি ভরাটের কাজটি তার নয়, খালের পাশে নিজস্ব জমিতে মাটি ফেলছেন তার ভাতিজা আব্দুল মালেক। তবে কিছু মাটি গড়িয়ে খালের জমিতে পরেছে।
এলাকাবাসীর দাবী দীর্ঘদিনের পুরানো খালটি উদ্ধার ও জলাব্ধতা নিরশনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে সরেজমিন তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নিবেন।
ভালুকা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, খল ভরাটের খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকতার্কে ঘটনাস্থলে পাঠিয়ে মাটি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুনেছি কিছু মাটি সরানো হয়েছ। অবশিষ্ট মাটি দু’দিনের মধ্যে সরিয়ে না নিলে ভরাটকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।