প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৯, ২০২১ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ![](https://i0.wp.com/www.digontabarta.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1640691678547-225x300.jpg?resize=225%2C300&ssl=1)
![](https://i0.wp.com/www.digontabarta.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1640691678547-225x300.jpg?resize=225%2C300&ssl=1)
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালুগ ও পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হাসনাত আছমত কর্মী সমর্থকদের বাড়িতে হামালার অভিযোগ উঠেছে আ.লীগ সমর্থনকারী নেতা শফিকুল ইসলাম শফিকে’র বিরোদ্ধে। তারাকান্দার ২ নং বানিহালা ইউনিয়নে টেঙ্গুলিয়াকান্দা গ্রামে ইউপি নির্বাচনে দিন রাত্রে নারায়ন চন্দ্র নরেশ চন্দ্রসহ প্রতিপক্ষের ৮ বাড়ীতে ভাংচুর ও হামলার ঘটনায় মহিলাসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং হামলারী শফিকের ভয়ে বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তারা।
জানা যায়,গত রোববার (২৬ ডিসেম্বর) উক্ত ইউপির অনুষ্ঠিত নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নূরুল হক ভোটে পরাজিত হয়। আর ওই ঘটনার জের ধরে তার ভাই আ.লীগ সমর্থনকারী নেতা শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে সন্ধ্যার পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ![](https://i0.wp.com/www.digontabarta.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1640691682660-225x300.jpg?resize=225%2C300&ssl=1)
![](https://i0.wp.com/www.digontabarta.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1640691682660-225x300.jpg?resize=225%2C300&ssl=1)
আবু বকর,এহছানুল হক মাস্টার,নকুল মিয়া,সুরুজ মিয়া,রেজু মাস্টার,এরশাদ মিয়া, সুলাইমান প্রমুখের বাড়ীতে ভোট না দেয়ার অভিযোগে হামলা চালায়। এ সময় তারা কয়েকটি ঘরের দরজা বেড়া কেটে ফেলে,ঘরের আসবাবপত্র ভাংচুর করে,মালামাল সহ টাকা লোট করে নেওয়ার অভিযোগ করেন ।
আবু বক্করের পিতা আব্দুল আজিজ জানান,পরিস্থিতি শান্ত অবস্থায় সোমবার সকালে শফিকুলের নেতৃত্বে আবারো ১৫থেকে ২০ জন অতর্কিতে তার বাড়ীতে হামলা করে এবং মালামাল লুঠ করে নিতে বাধা দিলে তাঁর স্ত্রী রোকেয়া খাতুন এবং দুই পুত্র যথাক্রমে ইয়াসিন ও আবু বকর সিদ্দিক কে পিটিয়ে আহত করে। তিনি নাকে মুখে রক্তাক্ত জখম নিয়ে স্ত্রী সন্তান সহ এখন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনার দিন পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে, লিখিত কোন অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।