প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৮, ২০২১ সময়ঃ ১০:৩৪ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি।।
মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোঃ আলী আকবর এর নিহত দুই পুত্র রফিকুল ও শফিকুল ইসলামের হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) সকালে চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এলাকাবাসীর উদ্যোগে সিরতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার দু’পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় এলাকাবাসী হাতে বিভিন্ন রকম পোস্টার ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন।
সে সকল পোস্টার ও ব্যানারে লেখা ছিল ‘মসজিদ-মাদ্রাসা কে কেন্দ্র করে দিনে দুপুরে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে খুনের দায়ে ফাঁসি চাই।’এ সময় নিহতের পরিবার সহ শত শত এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সিরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন আহম্মেদ বকুল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, ময়মনসিংহ সদর কোতোয়ালী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ সারোয়ার সরকার, নিহত শফিকুল ও রফিকুল ইসলামের পিতা মোঃ আলী আকবর, মাতা রাশিদা বেগম , নিহত শফিকুল ও রফিকুল ইসলামের স্ত্রী, ছেলে, মেয়ে প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে দিকে উপজেলার চর-সিরতা ইউনিয়নে মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়। আর শফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টার দিকে শফিকুলও মারা যান।
মোট পড়া হয়েছে: ৩৪৪
সর্বশেষ খবর
- গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে দুদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা সম্পন্ন
- গফরগাঁওয়ে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
- গফরগাঁও পৌরসভার উদ্যোগে রোকেয়া দিবসের র্যালী ও আলোচনা সভা
- মৌলভীবাজারে অগ্নিকান্ডে দুই বৃদ্ধার মৃত্যু।
- কিশোরগঞ্জের স্বাস্থ্য প্রকৌশলীর গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, প্রকৌশলী ও চালক দগ্ধ