বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৮, ২০২১ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
নির্বাচনে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা কৃষকলীগ এবং মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এ কে এম ফেরদৌস আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার (২৭ ডিসেম্বর) মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
জানা যায়, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন না পেয়ে মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালান।
উপজেলার মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মিলন বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মশাখালী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় এ কে এম ফেরদৌস আলমকে দলীয় পদ সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী এ কে এম ফেরদৌস আলম বলেন, বহিস্কারের সিন্ধান্ত ব্যাপারে আমার কিছুই বলা নেই। নির্বাচনে আমি অংশ গ্রহণ করবো।
অপরদিকে নির্বাচনে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করায় নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে মোঃ হাদিউল ইসলাম কে বহিষ্কার করা হয়েছে। গত রোববার (২৬ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হুদা সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়। জানা যায়, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পান উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ তাজুল ইসলাম মৃধা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com