প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৬, ২০২১ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
৫ম ধাপে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। নির্বাচনে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে মোঃ হাদিউল ইসলাম কে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (২৬ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হুদা সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
জানা যায়, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পান উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ তাজুল ইসলাম মৃধা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন না পেয়ে নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাদিউল ইসলাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। গত ১২ ডিসেম্বর প্রার্থীতা যাচাই-বাছাইয়ে হাদিউল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। পরে হাদিউল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করলে গত ১৫ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল শুনানিতে প্রাথর্ীতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ তাজুল ইসলাম মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন। গত ২০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দিয়ে মোঃ তাজুল ইসলাম মৃধাকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরে হাদিউল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট আবেদন করে প্রার্থিতা ফিরে পান।
উপজেলার নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হুদা সরকার বলেন, দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১নং উপধারা অনুযায়ী সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক নিগুয়ারী ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রাথর্ী হিসেবে নির্বাচন করায় মোঃ হাদিউল ইসলাম কে দলীয় পদ সাধারন সম্পাদক থেকে বহিষ্কার করা হয়েছে। বিদ্রোহী প্রার্থী মোঃ হাদিউল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হউক আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।