প্রকাশিত হয়েছেঃ জুন ৭, ২০২১ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ-
গফরগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে যুবক মাসুদ মিয়া (২৫)এক যুবক আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটে গত রবিবার (৬জুন) উপজেলার যশড়া ইউনিয়নের কাঠালী ডিংগা গ্রামে। মাসুদ মৃত মফিজ উদ্দিনের ছেলে। সূত্র জানায়, গত ২৩ এপ্রিল গপরগাঁও উপজেলার পাশ্ববতর্ী ত্রিশাল উপজেলার রায়ের গ্রাম মৃধার্ বাজার এলাকার হারুন মিয়ার মেয়ে সামিরা আক্তারকে বিয়ে করেন মাসুদ। বিয়ের পর থেকে স্ত্রী সাথে ঝগড়া বিবাদ হচ্ছিল স্বামী মাসুদসহ তার পরিবারে। ঝগড়া বিবাদ ও নিযার্তনের স্বীকার হয়ে মাসুদের স্ত্রী সামিরা আক্তার বেম কয়েক দিন আগেই তার পিতার বাড়িতে চলে যায় এবং বেশ কিছু দিন নিখোঁজ ছিল। সামিরাকে মাসুদের বাড়িতে পুনঃরায় আনার জন্য চাপ প্রয়োগ করলে মাসুদ তার পরিবারের রোকদের সাকে কলহ বাধে পরে এর জের ধরে সে রবিরার (৬জুন) দুপুরে বিষপান করে। পরে রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যায়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।