প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২২, ২০২১ সময়ঃ ২:১২ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন , ময়মনসিংহ প্রতিনিধি।।
সকালে কুয়াশার শিশির বিন্দু নিয়ে আসে শীতের আগাম বার্তা। মাঠে মাঠে শিশির ভেজা ঘাস আর কুয়াশায় ঢাকা পথে উত্তরের হাওয়া জানান দিচ্ছে আসছে শীত। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বাড়ছে শীতের তীব্রতা। এতদিন যারা হালকা পাতলা কাপড় গায়ে জড়িয়ে বের হতেন তারা এখন শীতের ভারী কাপড় পরতে শুরু করেছেন। অগ্রহায়ণের শেষভাগে শীত জেঁকে বসতে শুরু করে আপন সক্রিয়তায়। আর এখন পৌষ মাস শীত মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে মানুষ। তাই শহরের শীতের কাপড়ের দোকান গুলোতে বেড়েছে ভীড়। ধনী-গরীব সকলে ক্রয় করছে তাদের সাধ্যমতো শীতবস্ত্র। ময়মনসিংহ নগরীর কয়েকটি মার্কেটে সরেজমিনে ঘুরে দেখা গেছে শীতের কাপড়ের দোকানে উপচে পড়া ভিড়। বেচাবিক্রি আগে থেকে বেড়েছে। নগরীর গাঙ্গিনাপাড়, বাসাবাড়ি মার্কেট, হকার মার্কেট এবং ট্রাঙ্কপট্রি পুরাতন শীতের কাপড়ের দোকানে ঘুরে দেখা গেছে উপচে পড়া ভিড়। ক্রেতারা ক্রয় করছে তাদের পছন্দ ও সাধ্য মতো শীতের কাপড়। শীতের কাপড় ক্রয় করতে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, শীতের কাপড় দাম তুলনামূলকভাবে অনেক বেশি। এদিকে শীতের কাপড় বিক্রেতা একজন জানান, শীতের কাপড় বিক্রি গতবারের চেয়ে তুলনামূলক কম। তিনি আরো জানান তুলনামূলকভাবে কম থাকায় বেচা বিক্রি কমেছে। বাসাবাড়ি মার্কেটে একজন বিক্রেতা জানান, আগের চেয়ে একটু ভালো তবে যারা মার্কেটে আসেন তাদের মধ্যে থেকে অনেকেই ঘুরে দেখছেন আবার অনেকে ক্রয় করছেন। তবে বেড়েছে বাচ্চাদের শীতের কাপড়ের বিক্রি। তবে সামনে শীত বাড়লে বেচা বিক্রি বাড়বে বলে ধারণা করছে ব্যবসায়ীরা। তবে ক্রেতারা মনে করছে শীতকম থাকলেও কাপড়ের মূল্য অনেক বেশি তাই তারা চেষ্টা করছে তাদের সাধ্যের মধ্যে ক্রয় করার।
এই শীত কারো জন্য যেন না হয় পৌষ মাস আবার কারো সর্বনাশ এই শীতে সাধ্যমত সবার শীতবস্ত্র বয়ে আনুক পরম উষ্ণতা।