বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২০, ২০২১ সময়ঃ ৭:২৯ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধি, ২০ ডিসেম্বরঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুইটি থানাধীন ১৫টি ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার শামছুন্নাহার ভূইঁয়া। এবারে ইউপি নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করায় বিএনপির প্রার্থীরা এবার গফরগাঁও উপজেলার কোনো ইউনিয়নে অংশগ্রহণ না নেয়ার ঘোষণা দেন।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ১২ জন হলেন- ২নং বারবাড়িয়া ইউনিয়নে মোঃ আবুল কাশেম, ৩নং চরআলগী ইউনিয়নে মোঃ মাছুদুজ্জামান মাছুদ, ৪ নং সালটিয়া ইউনিয়নে নাজমুল হক ঢালী, ৫নং যশরা ইউনিয়নে মোঃ তারিকুল ইসলাম রিয়েল, ৬নং রাওনা ইউনিয়নে মোঃ সাহাবুল আলম, ৮নং গফরগাঁও ইউনিয়নে মোঃ শামসুল আলম, ৯নং পাঁচবাগ ইউনিয়নে মোঃ মাহবুবুল আলম, ১০নং উস্থি ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম, ১১নং লংগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন, ১২নং পাইথল ইউনিয়নে মোঃ আক্তারুজ্জামান, ১৩নং দত্তের বাজার ইউনিয়নে মোছাঃ রোকসানা বেগম, ১৪নং নিগুয়ারী ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম মৃধা। এছাড়াও সাধারণ সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা পদে ১ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
অপর ৩ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সাথে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। ইউনিয়নগুলো হচ্ছে, ১নং রসুলপুর ইউনিয়নে দলীয় প্রার্থী মোঃ সাইফুল আলমসহ ৫ জন, ৭নং মশাখালী ইউনিয়নে দলীয় প্রার্থী মোস্তফা কামাল খানসহ ২ জন ও ১৫নং টাংগাব ইউনিয়নে দলীয় প্রার্থী মোফাজ্জল হোসেন সাগরসহ ৩ জন।
উপজেলা নির্বাচন অফিসার শামছুন্নাহার ভুঁইয়া বলেন, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি গফরগাঁও উপজেলার রসুলপুর, মশাখালী ও টাংগাব এই ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৭৩ জন ও সংরক্ষিত মহিলা পদে ১৬৩ জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com