বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৮, ২০২১ সময়ঃ ১০:১৫ পূর্বাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময়  পিডিবির  এক লাইনম্যানের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রতন মিয়া (৩৫)। নিহত রতন সদর উপজেলার সুহিলা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি লাইনম্যান হিসেবে কাজ করতেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর দিঘারকান্দা গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, লাইনম্যান রতন বিদ্যুৎ সংযোগ দেওয়া অবস্থায় কাজ করছিলেন। বিকেলের দিকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। মাটি থেকে প্রায় ৩৫ ফুট উঁচু খুঁটিতে ঝুলছিল রতনের মরদেহ। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে যায় একটি ইউনিট। সেখানে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর ফায়ার ফাইটার আনোয়ার হোসেন মরদেহ উদ্ধার করে নিচে নামান। পরে মরদেহ কোতোয়ালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com