প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৬, ২০২১ সময়ঃ ১:০৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ,১৬ ডিসেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মযার্দায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ভোরে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে স্মৃতিসৌধ চত্তরে ৫০ বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, ভালুকা সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মিছিল, সস্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী অফিসার সালমা খাতুন, পৌরসভার মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমী) আব্দুল্লাহ আল বাকী উল বারী, ওসি মাহমুদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রশিদ মাস্টার, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ্ব।