বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৫, ২০২১ সময়ঃ ৬:২২ পূর্বাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
টঙ্গীতে ৯ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় দুই অপহরণকারীকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অপহৃত স্কুল ছাত্রের বাবার কাছে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। অপহরণের শিকার স্কুল ছাত্রের নাম হাবিবুর রহমান ওরফে মূসা (১০)। সে টঙ্গী পশ্চিম থানাধীন খঁা পাড়া উচ্চ বিদ্যালয়েরন ৪র্থ শ্রেণীর ছাত্র। গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর (দালাল পাড়া) গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মিনহাজ (১৯) ও একই গ্রামের মো.সওদাগর শেখের ছেলে মো. সুমন মিয়া ( ২০)। তারা টঙ্গী আউচপাড়া কলেজ রোডের হাউজ বিল্ডিং এলাকার জিয়াউর রহমানের বাড়িতে ভাড়া থাকে। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ- দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, গত সোমবার বিকেল ৩টায় পশ্চিম থানাধীন রসুলভাগ এলাকা থেকে কোচিং করে স্থানীয় খঁাপাড়ার বাসায় ফেরার পথে ফিল্মি কায়দায় শিশু মূসাকে অপহরণ করা হয়। পরে শিশুটিকে দিয়ে তার বাবা মতিউর রহমানকে মুঠোফোনে কল দিয়ে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে ওই অপহরণকারীরা। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধারে তৎপর হয়ে উঠে জিএমপি পুলিশ। প্রথমে অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে অগ্রিম হিসেবে মুক্তিপণের ৫ হাজার টাকা পাঠিয়ে বাকি টাকা সংগ্রহ করে পাঠানোর আশ্বাস দেয়া হয়। এভাবে অপহরণকারীদের সাথে যোগাযোগের একপর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাত ৩টায় টঙ্গী কলেজ রোডে অপহরণকারীদের ভাড়া বাড়ির ৫তলার ছাদ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সেখানে তাকে মুখ ও হাত-পা বেঁধে কঁাথা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com