বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৪, ২০২১ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি,১৪ ডিসেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় একটি বেসরকারী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর ডাক্তারের ভুল অপারেশ ও অবহেলায় মোছা: রিনা আক্তারের (২৪) নামে এক প্রসূতির মৃত্যুও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার উথুরা বাজার সংলগ্ন আস্থা স্বাস্থ্য সেবা ক্লিনিকে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সেমবার পাশের ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের শরীফ মিয়ার স্ত্রী মোছা: রিনা আক্তারের প্রসব ব্যাথা দেখা দিলে রাত ৮ টার সময় রোগীকে ভালুকা উপজেলার উথুরা বাজার সংলগ্ন আস্থা সেবা ক্লিনিকে নিয়ে যান। এ সময় ক্লিনিক কতর্ৃপক্ষ রোগীর স্বামীকে জরুরী অপারেশন করতে বলেন এবং না করলে রোগী ও বাচ্চার ক্ষতির হবে বলে জানানো হয়। পরে ১৪ হাজার টাকা চুক্তিতে রাত ১০ টার সময় ওই ক্লিনিকের রগুনাথ চন্দ্র নামে এক ডাক্তার সিজারীয়ান অপারেশন করে কন্যা সন্তান প্রসব করান। কিন্তু নবজাতক সুস্থা থাকলেও ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলার কারণে ভোররাত ৪ টার সময় রিনা আক্তার ক্লিনিকেই মারা যান বলে রোগীর স্বজন রুবেল মিয়া জানান।
স্থানীয় লোকজন জানান, এই ক্লিনিকে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে চলেছে। জেলা সদর থেকে ক্লিনিকটি অনেক দূরে থাকায় অপারেশনের ডাক্তার আনতে বেশি টাকা খিরচ করতে হয়। তাই ডাক্তার না এনে ক্লিনিক কতর্ৃপক্ষ তাদের অদক্ষ লোক দিয়েই অপারেশন করে থাকে।
রিনার স্বামী শরীফ মিয়া জানান, ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলার কারণে তার স্ত্রী মারা গেছে। তিনি ক্লিনিক কতর্ৃপক্ষের বিচার দাবি দাবি জানান।
ক্লিনিকের পরিচালক নূরে আলম সিদ্দিকের মোবাইল নম্বরে ফোন দিলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোনটি কেটে দেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com