বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৩, ২০২১ সময়ঃ ১:৫২ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সিরতা ইউপি চেয়ারম্যানসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে প্রধান আসামি করা হয়।

রোববার (১২ ডিসেম্বর) রাতে নিহতদের বাবা আলী আকবর বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়ের হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চর-সিরতা ইউনিয়নে ওয়াজ মাহফিল ও জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়। আর সফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯টার দিকে সফিকুলও মারা যান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com