প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৮, ২০২১ সময়ঃ ১০:৫৯ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টারঃ(
ইসলামী গণতান্ত্রিক পার্টির (আই ডি পি) প্রেসিডিয়ামের সভায় রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা অভিযোগে কারাবন্দী দলীয় চেয়ারম্যান ও সাবেক এমপি জননেতা এম এ আউয়াল এর আশু কারামুক্তির দাবী জানানো হয়।
আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পুরান ঢাকা গেন্ডারিয়ায় অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করেন আই ডি পির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান। সভায় বক্তব্য রাখেন কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মোঃ ওমর ফারুক, মামুন পারভেজ, সুফিয়া রশিদ, জগদীশ কর্মকার, মাওলানা আনিসুর রহমান শেখ, মাওলানা মোঃ শামসুল ইসলাম, মাওলানা আবু বকর, শীলা হালদার, শারমিন আফাজ, নাজমা ইসলাম, মাহমুদ সালেহীন খান ও মোঃ নাদিম প্রমূখ।
প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, দলীয় চেয়ারম্যান এম এ আউয়াল ষড়যন্ত্রের শিকার হয়ে আজ মিথ্যা অভিযোগে দীর্ঘ দিন যাবৎ কারাগারে আটক আছেন। দলের পক্ষ থেকে আমরা জননেতা এম এ আউয়াল এর আশু কারামুক্তির দাবী জানাই। দলীয় চেয়ারম্যান এম এ আউয়াল এর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই ইসলামী গণতান্ত্রিক পার্টিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য মহাসচিব দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। প্রেসিডিয়াম সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।