বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৮, ২০২১ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
বুধবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি শিশুই গুরুত্বপূর্ণ। সুস্থ জাতি গঠন করতে হলে একটি শিশুও যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতোপূর্বে সফলতার সাথে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে। এ সফলতা ধরে রাখতে তিনি টিকাদান কর্মী, সুপারভাইজার, সংশ্লিষ্ট  বিভিন্ন এনজিও সহ সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় মূল প্রবন্ধ ‍উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান এ কার্যক্রমের আওতায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ অনুষ্ঠান সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com