বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৭, ২০২১ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে নগরীতে অবৈধ পাকিং ও ফুটপাতে হকার দখলমুক্ত করতে কোতুয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা চরপাড়ায় ফুটপাত, হকার মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
এ অভিযানে কোতুয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ও তদন্ত ইন্সপেক্টর ফারুক আহম্মেদ নেতৃত্বে পুলিশ সদস্যরাও এতে অংশ নেন। এসময় ফুটপাতে বসে থাকা হকার ও অবৈধভাবে মটরসাইকেল পার্কিং সরিয়ে দেওয়া হয়। সকল দোকানদের সতর্ক করে দেওয়া হয়, যেন তাদের দোকানের সামনে কোন গাড়ী পাকিং না থাকে। দোকানে সামনে সাইনবোর্ড দিয়েছে পুলিশ।
এদিকে ময়মনসিংহ মহানগরীর ব্যস্ততম এলাকার ফুটপাত মুক্ত করার লক্ষে নগরীর গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, মেডিক্যাল কলেজের সামনের চরপাড়া, স্বদেশী বাজার, নতুন বাজার এলাকায় পুলিশের অভিযান চালানো হয়, ফুটপাত মুক্ত করার লক্ষে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ফুটপাত দখল করে হকার মালামাল নিয়ে বসার কারণে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছিল না। বিষয়টি আমার নজরে আসার পর থেকেই আমি অভিযান চালাচ্ছি । নির্দেশ মোতাবেক দায়িত্বরত পুলিশ সদস্যরাও তাদের দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের দেখলেই হকাররা পালিয়ে যায় এবং পুলিশ চলে যাওয়ার পরে মালামাল নিয়ে আবারও তারা বসার চেষ্টা করে। হকারমুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। ফুটপাতে দখলমুক্ত করতে অভিযান অব্যহৃত থাকবে বলেও তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com