প্রকাশিত হয়েছেঃ জুন ৫, ২০২১ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ
ভালুকা প্রতিনিধিঃ-
বিশ্ব পরিবেশ উদযাপন উপলক্ষ্যে ভালুকার বন, বনভূমি, প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র পুঃনরুদ্ধার ও শিল্প বর্জ্ব্যে দুষণ-দখলের হাত থেকে একসময়ের প্রমত্তা খীরু নদীকে রক্ষার দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে শনিবার সকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাসট্যান্ড ফুট ওভারব্রিজ সংলগ্ন মহাসড়কে এসে শেষ হয়।
পরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বক্তব্য রাখেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল আলম জর্জের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অধ্যাক্ষ এআরএম শামসুর রহমান, অধ্যাক্ষ হোসনে আরা আকন্দ বিউটি, বীব মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, খোরশেদ আলম জজ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তার কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, প্রভাষক আফতাব উদ্দীন, আ’লীগ নেতা সালউদ্দিন সরকার, আক্তারুজ্জামান প্রিন্স, ইব্রাহিম খলিল, কণ্ঠশিল্পী আহসান হাবিব কবির, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, এ্যাড. শহিদুল ইসলাম, আ’লীগ নেত্রী শেলীনা আক্তার, মাহমুদা আক্তার মুন্নি, আরিফা আক্তার দিপা প্রমুখ।