প্রকাশিত হয়েছেঃ জুন ৫, ২০২১ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ
মো.জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহিনুর আলম ওরফে ইকবাল উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। সে ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ছিলেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করছেন।
শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার পলাশকান্দা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এই শিক্ষার্থী।
এ ঘটনায় বুধবার (১ জুন) রাতে নিখোঁজ শিক্ষার্থীর পিতা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ এর ৬ দিন পর ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ।