প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৭, ২০২১ সময়ঃ ১:৪৪ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,আওয়ামী লীগ নেতা ও মশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৬ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।