বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৫, ২০২১ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
শীত পড়তে শুরু করার সাথে সাথে বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন রকম আগাম শীতের সবজি। শীতের সবজির মধ্যে রয়েছে শিম, বেগুন, ফুলকপি বাঁধাকপি,মুলা,লালশাক,পালংশাক, মুলাশাক, লাউ ইত্যাদি। ময়মনসিংহ সদর উপজেলা চরাঞ্চলের সিরতা, চরখরিচা, চরঈশ্বরদিয়া, পরাণগঞ্জ ও বোররচর এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, মাঠ জুড়ে রয়েছে নয়ন বিরাম শীতের সবজি। স্থানীয় গ্রামের বাজারগুলোতে কৃষকেরা এসব সবজি গুলো মাঠ থেকে তুলে এনে বিক্রি করছেন। সবজির দাম চড়া, এতে লাভবান হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। কথা হয় সদর উপজেলার পরাণগঞ্জ এর স্থানীয় চাষী আতাব উল্লাহ সাথে, তিনি জানান তার ১১ শতাংশ জমিতে শুধু মার্বেল জাতের ফুলকপি ও কাঁচা মরিচ চাষ করেছেন । এতে কাঠা প্রতি খরচ হয়েছে ১০ থেকে ১১ হাজার টাকা ।বাজার দর ভালো থাকার কারণে কাঠা প্রতি ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রয় হবে এ ফুলকপি। তার সকল খরচ বাদ দিলে কাঠা প্রতি লাভ হবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। সেই সাথে একই ক্ষেত থেকে কাঁচামরিচ উঠিয়ে বিক্রি করছেন প্রতি কেজি ১০০ টাকা। তিনি আরো জানান আগাম জাতের কপি চাষে খরচ ও পরিশ্রম বেশী। আগাম জাত হওয়ার কারণে বাজার দর বেশি থাকে তাই লাভ বেশি হয়। তবে পরে যারা কপি চাষ করে তাদের খরচ ও শ্রম উভয়েই কম । কিন্তু সেই কফি বাজারে আসতে আসতে তখন আর বাজারদর থাকেনা।
তিনি সাত- আট বছর যাবত কপি চাষ করছেন। এছাড়াও তিনি শীতকালীন টমেটো, করোলা, কাঁচা মরিচ, সিম সহ বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকেন।
পরানগঞ্জ সবজি বাজার ঘুরে দেখা যায়, বাজারে দিন কৃষকেরা বাজারে তাদের সবজি নিয়ে আসে বিক্রি করার জন্য। রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলা ও উপজেলা থেকে পাইকাররা আসেন এ সবজি ক্রয় করার জন্য। ময়মনসিংহ শহরের পাইকাররাও এখান থেকে সবজি নিয়ে শহরে বিক্রি করে থাকেন। ময়মনসিংহ চরাঞ্চল পরাণগঞ্জ বোররচরের সবজি ঢাকা, চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন জেলার রপ্তানি হয়ে থাকে। সবজি কিনতে আসা একজন পাইকার জানান , ময়মনসিংহ শম্ভুগঞ্জ থেকে পরাণগঞ্জ আসার রাস্তাঘাট ভাঙ্গা এবং দুরবস্থা। তাদের আসতে খুব কষ্ট হয়। এবং সবজির ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় রাস্তা ভাঙ্গার কারণে অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। চরাঞ্চলের এ ভাঙ্গা রাস্তাঘাট সংস্কার হলে কাঁচামাল পরিবহন ও জীবনযাত্রার মান আরো সহজ হত বলে দাবি স্থানীয়দের।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com