বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৪, ২০২১ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ,দিগন্তবার্তা, ১৪ নভেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় সাবেক স্বামীর স্বাক্ষর জাল করে দলিল লেখকের যোগসাজশে ১৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক বাদি হয়ে প্রতারণার অভিযোগ ও দলিল বাতিল চেয়ে আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারগাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে আব্দুল কাদেরের সাথে ২৭ বছর আগে পারিবারিকভাবে সিডষ্টোর বাজার এলাকার মৃত হেকমত আলীর মেয়ে রেহেনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে মো: রাতুল হাসান (হৃদয়) ও এক মেয়ে মোছা: তাসফিয়া নূর ঐশির জন্ম হয়। সংসার জীবনে মামলার বাদি আব্দুল কাদের ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করার সুযোগে স্ত্রী রেহেনা আক্তার দেবর আব্দুল ওয়াদুদের (কাদেরের সহোদর ছোট ভাই) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এবং ২৫ আগস্ট/১১ সালে স্বামীকে তালাক দিয়ে দেবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আব্দুল কাদের জানান, চাকরী জীবনে তিনি হবিরবাড়ি মৌজার ১৭০ নম্বর দাগে স্থানীয় আবুল কাশেম ঢালীর কাছ থেকে ৩ সেপ্টেম্বর/৯৮ তারিখে ১৪ শতাংশ জমি সাফ কবলা দলিল (নম্বর-৭৭৫৯) মুলে ক্রয়ের পর অদ্যবদি ভোগ দখলে আছেন। এমনকি বর্তমান বিআরএস রেকার্ডও তার নামে হয়। সম্প্রতি তিনি ওই ১৪ শতাংশ জমির থেকে ৪ শতাংশ জমি বিক্রি করেন। ঘটনাটি জানার পর তার সাবেক স্ত্রী রেহেনা আক্তার ও তার বর্তমান স্বামী আব্দুল ওয়াদুদ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকী প্রদান করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরে তিনি জানতে পারেন তার স্বাক্ষর জাল করে ষড়যতন্ত্রমূলক ভাবে দ্বিতীয় স্বামীর প্ররোচনায় ১৪ শতাংশ জমি দলিল লেখক এসএম ফারুক আহমেদের যোগসাজশে তৎকালিন সাবরেজিস্ট্রারের মাধ্যমে ১৩ মে/২০১৩ তারিখে দুই ছেলে/মেয়ে মো: রাতুল হাসান (হৃদয়) ও মোছা: তাসফিয়া নূর ঐশির নামে হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিল (নম্বর-৪৩৭৯) করে নেন। এমনকি রেহেনার দ্বিতীয় স্বামী আব্দুল ওয়াদুদ নিজেকে আমার রূপ ধারণ করে দলিলে তার ছবি ব্যবহার ও বালাম বইয়ে টিপসহি প্রদান করেন।
পরে তিনি ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেটের ৮ নম্বর আমলী আদালতে দ্বিতীয় স্বামী আব্দুল ওয়াদুদ (৪৫), রেহেনা আক্তার (৪২), জাকির হোসেন (৪৫), রফিকুল ইসলাম (৩৮), খোরশেদ আলম (৪০) ও দলিল লেখক এসএম ফারুক আহমেদকে (সনদ নম্বর-৬২৪২) বিবাদী করে ৪৬৭/৪৬৮/৪১৯ ও ১০৯ ধারায় মামলা (নম্বর-৫৮১/২১) দায়ের করেন। তাছাড়া তিনি উক্ত জাল দলিলটি বাতিলের জন্য ভালুকা সিনিয়র সহকারী জজ আদালতে অপর একটি মামলা (নম্বর-৬১৪/২১) দায়ের করেন।
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত রেহেনা আক্তারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমির মালিক নিজেই তার দুই সন্তানের নামে উক্ত জমি দলিল করে দিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com