বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৩, ২০২১ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বিট অফিসের অদূরে এক প্রবাসী কর্তৃক বনবিভাগের জমিতে বহুতল ভবন নিমার্ণের অভিযোগে উঠেছে। বনবিভাগের অসাধূ লোকদের ম্যানেজ করে তাদের নাকের ঢগায় এমন ভবন নিমার্ণ হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার মল্লিকবাড়ি মৌজার ১৪৯ নম্বর দাগে বনবিট অফিসের অদূরে স্থানীয় নুরুল ইসলাম ওরফে নুরু নামে এক ব্যক্তি পাঁচতলা বাড়ি নিমার্ণ করছেন। ১৫/২০ টি রুমের বাড়িটির ইতোমধ্যে একতলার ছাদের কাজ সম্পন্ন করা হয়েছে এবং দ্বিতলার ছাদের জন্য মালামাল সংগ্রহ নিমার্নাধিন বাড়ির পাশেই সংগ্রহ করা রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়ির মালিকের দুই ছেলে সৌদি প্রবাসী, তাই তিনি রাতারাতি বাড়িটি নিমার্ন কাজ চালিয়ে যাচ্ছেন। তাছাড়া ওই বাড়ির আশপাশেও বনবিভাগের জমিতে একাধিক স্থাপনা নিমার্ণ করা হয়েছে। স্থানীয় বিট অফিসের লোকদের ম্যানেজ করেই এসব নিমার্ণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা আরো জানান, এই বিটে শত শত একর বনভূমি থাকার পর ও এমনকি একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানসহ বহুতল ভবন নিমার্ণ হওয়ার পরও স্থানীয় বনবিভাগের অফিসটি ভাড়ায় পরিচালিত হয়ে আসছে।
বাড়ি নিমার্ণের ব্যাপারে মালিক নুরুল ইসলাম ওরফে নুরুর সাথে কথা বলার চেষ্টা করেও তাকে না পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মল্লিকবাড়ি বনবিট অফিসের দায়িত্বে থাকা বিট কর্মকতার্ মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে বনবিভাগের জমিতে বাড়ি নিমার্ণ কাজে বাঁধা দেয়া হয়েছে। বর্তমানে নিমার্ণকাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বনআইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com