প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৩, ২০২১ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কবরস্থান ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কামাল হোসেন নামের এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবে এ লক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কামাল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম বড় মসজিদ সংলগ্ন প্রয়াত জবান আলী সরকারের প্রতিষ্ঠত কবরস্থান ভূমিদস্যু চক্রের হোতা তাজুল ইসলাম, আঃ রশিদ নূরুল হুদা, ফারুক আহম্মেদ, সোহাগ মিয়া গং কর্তর্ৃক ৬০ নাম্বার খতিয়ান ৩৪৮৭ নাম্বার দাগের ৩ শতাংশ কবরস্থানের জমি দখলের নিমিত্তে জবান আলী বংশের সদস্যদের বাদ দিয়ে একটি মসজিদ কমিটি িগঠন করে গত ২০/১০/২০২১ইং দিবাগত রাতে ভেকু মেশিন দিয়ে কবরস্থানের মাটি উৎপাটন করে হাড়গোড় অন্যত্র ফেলে দিয়ে রাতের আধারেই পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। তিনি আরো বলেন এ ঘটনায় নন এফ আই মামলা করি। মামলা নং ১৪১/২১,তাং ৪/১১/২০২১ইং। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সেলিম মাহমুদ, আনোয়ার পারভেজ, মোশারফ হোসেন।