বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১২, ২০২১ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের  ময়মনসিংহের তিন উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হালুয়াঘাটে ১০, ধোবাউড়ায় ৭ ও ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ও ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নৌকার প্রার্থী ৫ জন, বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ৩ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, ১ নং ভূবনকুড়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত এম.সুরুজ মিয়া ( নৌকা) । ২ নং জুগলী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত সামাদুল ইসলাম ( নৌকা)।  ৫ নং গাজিরভিটা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত আবদুল মান্নান ( নৌকা)।  ৬ নং বিলডোরা ইউনিয়নে স্বতন্ত্র সাবজাল হোসেন খান ( আনারস)।  ৭ নং শাকুয়াই ইউনিয়নে স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ইউনুছ আলী খান ( ঘোড়া)।  ৮ নং নড়াইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আনোয়ার হোসেন মানিক ( আনারস) । ৯ নং ধারা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত তোফায়েল আহমেদ বিপ্লব ( নৌকা)। ১০ নং ধুরাইল ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত ওয়ারিছ উদ্দিন সুমন (নৌকা) । ১১ নং আমতৈল ইউনিয়নে স্বতন্ত্র শফিকুর রহমান শফিক ( ঘোড়া)  ও ১২ নং স্বদেশী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী জিহাদ সিদ্দিকী ইরাদ ( অটোরিকশা)। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নের মোট ৫২ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন। ধোবাউড়া উপজেলায় এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন বিজয়ী প্রার্থীরা হলেন, ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে মোঃ হুমায়ুন কবির সরকার(ঘোড়া)। ২ নং গামারীতলা ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন খান (মোটরসাইকেল)। ৩ নং ধৌবাউড়া ইউনিয়নে নজরুল ইসলাম মুকুল (নৌকা) ৪ নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নে  মনজুরুল হক মঞ্জু (চশমা) ৫ নং গোয়াতলা ইউনিয়নে জাকিরুল ইসলাম তালুকদার টুটন (আনারস)। ৬ নং ঘোষগাঁও ইউনিয়নে মোহাম্মদ হারুন-অর-রশিদ হারুন ( ঘোড়া)। ৭ নং বাঘবেড় ইউনিয়নে ব্যালট বক্স ছিনতাইয়ের কারণে এই কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।
 ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ফুলবাড়িয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১ নং নাওগাঁও ইউনিয়নে মোঃ মোজাম্মেল হোসেন (আনারস)। ২ নং পুটিজানা ইউনিয়নের সাইদুল রহমান রয়েল (আনারস)। ৪ নং বালিয়ান ইউনিয়নে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ (আনারস) । ৫ নং দেওখোলা ইউনিয়ন তাজুল ইসলাম বাবুল (নৌকা )। ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নে জয়নাল আবেদীন বাদল (চশমা) । ৭ নং বাকতা  ইউনিয়নে মোহাম্মদ ফজলুল হক মাখন (মোটরসাইকেল) । ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা (চশমা)। ৯ নং এনায়েতপুর ইউনিয়নে মোঃ বুলবুল হোসেন (নৌকা)।
 ১০ নং কালাদহ ইউনিয়নে নজরুল ইসলাম (আনারস)।
 ১১ নং রাধাকানাই ইউনিয়নে গোলাম কিবরিয়া শিমুল তরফদার (নৌকা)। ১২ নং আসিম পাটুলী ইউনিয়নে ইমরুল কায়েস (চশমা)। ১৩ নং ভাবানিপুর ইউনিয়নের মোঃ জবান আলী সরকার (নৌকা) । ৩ নং কুশমাইল ইউনিয়নের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com