প্রকাশিত হয়েছেঃ জুন ৫, ২০২১ সময়ঃ ১২:০৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৫ জুন:-
ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশ থেকে মোতালেব খান (৬০) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ৫ জুন শনিবার সকালে ভালুকা ঘাটাইল সড়কে উপজেলার নিঝুরী পাইত্তাবাড়ির সামনে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিঝুরী পাইত্তাবাড়ির সামনে সড়কের পাশে এক বৃৃৃৃৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ বৃদ্ধের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশের নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছিলো বলে স্থানীয়রা জানান। পুলিশ জানায়, নিহত মোতালেব খান উপজেলার বান্দিয়া গ্রামের মৃত নঈমউদ্দিন খানের ছেলে।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিহতের রহস্য জানা যাবে।