প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১২, ২০২১ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১ নং ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৬৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এম সুরুজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে রমজান আলী জহির পেয়েছেন ৬১৪৪ ভোট। এ নিয়ে তিনি টানা ছয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা নির্বাচনে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল। তিনি জানান, ২৭২ ভোট বেশি পেয়ে ভূবনকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এম সুরুজ মিয়া।
১৯৯২ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর ধারাবাহিকভাবে টানা ছয় বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কড়ইতলী স্থলবন্দরে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। নির্বাচনে বিজয়ী হয়ে সুরুজ মিয়া বলেন, এ জয় সততার জয়। টানা ছয় বার চেয়ারম্যান পদে নির্বাচিত করায় তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।