প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১১, ২০২১ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ
জহিরুল কাদের কবীর, ত্রিশালঃ
ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কনফারেন্সরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় কনফারেন্সরুম ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির এবং ট্রেজারার মো. জালাল উদ্দিন প্রমূখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে এমন একটি কনফারেন্সেরুম উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ২০১৫ সাল থেকে এই সংগঠনটি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সকল সংবাদ বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সংবাদও প্রত্যাশা থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. এমদাদুর রাশেদ সুখন, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো. জালাল উদ্দিন, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস. এম. হাফিজুর রহমান ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদী জামান লিজন,এবং সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি’র সাধারণ সম্পাদক ফাহাদ বিন সাঈদ।
উল্লেখ্য, কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায় সাংবাদিক সমিতির কার্যালয় রয়েছে। ২০১৭ সালে কার্যালয়টি উদ্বোধন করেন, তৎকালীন উপাচার্য ড. মোহিত উল আলম।