বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১০, ২০২১ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ

ত্রিশাল প্রতিনিধি, ১০ নভেম্বরঃ
ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল-বালিপাড়া রোডের রামপুর নামক স্থানে বালুভর্তি ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো তিিনজনের মৃত্যু হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিস, ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, বুধবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও ত্রিশালের বাগান এলাকার আবদুল কুদ্দদুসের ছেলে সালাম নবী (৩৫)।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

ত্রিশাল থানার এস.আই আমিনুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর      আরো  তিনজনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিক্সাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মিনা, নবী ও সোহরাব উদ্দিন মারা যান। তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকচালক পালিছে। ট্রাকটি আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com