বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৭, ২০২১ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ৭ নভেম্বরঃ
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোরবার সকালে পৌরসভার নতুন বাসটেন্ডের বিএনপি (একাংশ) কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কালেকুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, বিএনপি নেতা আলহাজ্ব হাতেম খাঁন, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, মনিরুজ্জামান মনির, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান মামুন, আব্দুস ছালাম, আইউব আলী কমান্ডার, আব্দুর রউফ, নাইমুল করিম জান্নাত ও সৌমিক হাসান সুহাগ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিলো। যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিলো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিলো, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের এই বিপ্লব দেশ ও জাতিকে অনাকাংক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিলো। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com