প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৭, ২০২১ সময়ঃ ৬:০১ পূর্বাহ্ণ
জহিরুল কাদের কবীর, ত্রিশালঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫নভেম্বর শনিবার বিকাল ৪.০০টায় বালিপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বালিপাড়া বালুর মোড় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করার লক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ- ৭, ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি এমপি।
অনুষ্ঠানে বালিপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও নৌকার প্রার্থী গোলাম মোহাম্মদ বাদলের সভাপতিত্বে আউলিয়া নগর কলেজের অধ্যক্ষ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহিদুল্লাহ শহিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল বাতেন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন মৃধা, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান প্রমখ।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল নয়ন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, পৌর ছাত্রলীগ সভাপতি মনোয়ার হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।