প্রকাশিত হয়েছেঃ জুন ৪, ২০২১ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে সিএসডির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (৪ জুন) দুপুরবেলা ময়মনসিংহে খাদ্য অধিদপ্তর ময়মনসিংহ জেলা খাদ্য অফিস কর্তৃক আয়োজিত সিএসডির নবনির্মিত অফিস ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, অবৈধভাবে ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী। ধান মজুত করতে হলে অবশ্যই লাইসেন্স লাগবে। একজন কৃষক সর্বোচ্চ ৩৫ মণ ধান মজুত করতে পারবেন। ময়মনসিংহ সিএসডি গুদামের নবনির্মিত ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
সারাদেশে পুরাতন খাদ্যগুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ শীর্ষক” প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিএসডিতে নবনির্মিত অফিস ভবন এর উদ্বোধন করা হয়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব নাজমুন আরা খানম, খাদ্য অধিদপ্তরের ডিজি মুজিবুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃএনামুল হক, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে সারাদেশে পুরাতন খাদ্য গুদাম সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন বিভিন্ন কাজ পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।