প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৪, ২০২১ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ,দিগন্তবার্তা, ৪ নভেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল হোসেন তপু (৩০) নামে এক যুুুুবকের মর্মান্ততিক মৃত্যু হয়েছে।ঘটনাটিি ঘটেছে ৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ভালুকা গফরগাও সড়কের ধীতপুর বেপারীপাড়া নামক স্হানে।
জানা যায়, উপজেলার শান্তিগঞ্জ বাজার হতে ধীতপুর আসার পথে মোটরসাইকেল চালিয়ে অন্য গাড়ি অতিক্রম করার সময় শাকিল হোসেন তপু রাস্তায় দাড়িয়ে থাকা লড়িতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। স্হানীয় লোকজন তা কে উদ্ধার করে ভালুকা সরকারি হসপিটালে নেয়ার পথেই সে মৃত্যুবরন করেন।
নিহত শাকিল হোসেন তপু উপজেলার ধীতপুর ইউনিয়নের অবসর প্রাপ্ত সেনা সদস্য তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।