বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ১১, ২০২৪ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে কাবিন রেজিস্ট্রির পর এবং বিয়ের আগেই বর দশ লাখ টাকা যৌতুক দাবি করায় জায়েদা সুলতানা নামে কলেজছাত্রী আত্মহত্যা হত্যার ঘটনায় মামলা হয়েছে। জায়েদার বাবা উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. জয়নাল আবদীন বাদি হয়ে গত সোমবার (১০জুন) রাতে ওই মামলাটি করেন। মামলায় উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে জায়েদার বর মো. কিবরিয়া (২২), তার বড়ভাই মো. আবদুল কাইয়ুম মিয়া (৪৮), মো. জনি মিয়া (৩৮) ও মো. রনি মিয়াকে (৪২) আসামী করা হয়েছে।
উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. জয়নাল আবদীনের মেয়ে মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী জায়েদা সুলতানার সাথে প্রায় তিন বছর আগে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মো. কিবরিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই সপ্তাহ আগে দুই পক্ষের উপস্থিতিতে তাদের বিয়ের কাবিন রেজিস্ট্রি হয়। কিছু দিনের মধ্যেই কিবরিয়ার পরিবার যৌতুক ছাড়াই বিয়ের মাধ্যমে জায়েদাকে তুলে নেওয়ার কথা। কিন্তু, এরই মধ্যে কিবরিয়া ১০ লাখ টাকা যৌতুক দাবি করে অন্যথায় সে জায়েদাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
ওই ঘটনার জের ধরে জায়েদা গত রোববার (০৯ জুন) বিকেলে তাদের বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে থাকে ভালুকা এবং পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১০ জুন) ভোরে মারা যায় জাহিদা খাতুন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ কামাল আকন্দ জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com