বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২১ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
কৃষক আব্দুল হাই। দুই বছর আগের কথা। অর্থ কষ্টের জীবন ছিল তাদের। তিনি সাভার একটি কোম্পানিতে চাকরী করতেন। দেশে করোনা ও লকডাউনের কারনে চাকরী চলে যায়। স্ত্রী সন্তান নিয়ে গ্রামের বাড়ীতে চলে আসে। বাড়ীতে অবস্থান করার পর অর্থ কষ্টে জীবন যাপন করতে আর কিছুই ভালো লাগছিল না। অবশেষে বাড়ীর গরু ছাগল বিক্রি করে নিজের অভাব দুর করতে নিজের এবং এলাকার কিছু কৃষকের কিছু জমি কন্টাক নিয়ে এক একর পঞ্চাশ শতাংশ জমি নিয়ে সবজি আবাদ করতে শুরু করলেন। তিনি আর কেউ নন। তিনি গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামের কৃষক আব্দুল হাই। গ্রামের মানুষ তাকে আব্দুল্লাহ নামে ডাকে। ব্রক্ষপুত্র নদের পূর্ব পাশে এলাকার কিছু কৃষকের জমি বছর ভিত্তিক কন্টাক নিয়ে সবজি আবাদ করতে লাগলেন। কিন্তুু বছর যেতে না যেতেই কৃষক আব্দুল্লাহ কৃষি জমিতে সবজি আবাদ করে ব্যাপক কৃষিতে বৈপ্লবিক বিপ্লব ঘটিয়েছেন।
কৃষক আব্দুল হাই সবজি উৎপাদন করে বিভিন্ন বাজারে বিক্রি করে লাভের মূখ দেখছেন এবং তিনি স্বচ্ছল জীবন ফিরে র পাচ্ছে। কৃষক আব্দুল্লাহর এই সবজি আবাদে উৎসাহিত হয়ে গ্রামের অন্য কৃষকরাও সবজি আবাদে ঝুকে পড়েছে। চরআলগীর বালুয়া কান্দার এ জনপদের কৃষক আব্দুল্লাহ সময় মতো সব ধরনের সবজি আবাদ করে গ্রামীন অর্থনীতি চাঙ্গা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। নতুনন্ত সবজি আবাদে এলাকায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলছে । ব্রক্ষপুত্র নদের পাশেই আগাম শীতের সবজি যেমন বেগুন, শিম, শীত লাউ টমেটো শর্শা বাদাম বরবটি চিচিঙ্গা কপি ফুলে ভরা মাচা বাতাসে দুলছে। সবজির প্রতিটি ডগায় ফুলে ভরে গেছে। কৃষক আব্দুল্লাহ জানায়, তিনি এক একর আশি শতাংশ জমিতে সবজি আবাদ করেছেন। এলাকার মানুষ বলছে কৃষক আব্দুল্লাহর কঠোর পরিশ্রম তীক্ষ নজরদারী সার ও বালাই নাশক স্পে করার পর ২৮/৩০ দিনের মধ্যেই সবজি তুলে বাজারে বিক্রি শুরু করে দিয়েছে। বাজার দর ভালো পেলে মোড় পরিশ্রম সার্থক হবে। এ সবজি আবাদে প্রায ৫০ হাজার টাকা খরচ হয়েছে। উপজেলার চরআলগী ইউনিযনের বালুয়াকান্দা ব্লকের দায়িরত উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম তুহিন বলেন, এ জাতীয় সবজি আবাদ করে চাষী সফলতার আশা করতে পারে। তিনি আরো বলেন, কৃষক আব্দুল্লাহ ভাইয়ের সবজি ক্ষতি যাতে না হয় সেই জন্য বাহক পোকা, মাকড়, সাদা মাছি, শিম বেগুন বরবটি ছিদ্রকারী পোকা যাতে আক্রমন করতে না পারে সেই জন্য আলোক ফাঁদ পেতে উৎসাহিত করা হচ্ছে। উপজেলার কৃষি অফিসার আনোয়ার হোসেন বলেন, সরকার কতৃক উন্নতমানের বীজ বপন এবং নিয়মিত পরিচষার্ ও বালাই নাশক স্পে করলে সবজি ফলন ভালো হওয়া সম্ভব। গফরগাঁও উপজেলা নিবার্হী অফিসার তাজুল ইসলাম বলেন, যথা সময়ে বা আগাম সবজি আবাদ করে বাজারে বিক্রি করে অর্থনৈতিক সফলতা এবং নিঃসন্দেহে কৃষিতে নীরব বিপ্লব ঘটবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com