প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২১ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, আমেরিকা ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও বাঙ্গালী কমিউনিটি লিডার মোঃ দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে জুড়ী অনলাইন প্রেসক্লাব।
গত সোমবার ২নভেম্বর বিকেলে জুড়ী মিনিস্টার হোটেলে এক আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি,সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান শাহীন,প্রচার প্রকাশনা সম্পাদক ডেইলি বিজয় পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ফয়ছল মাহমুদ,সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশকাল পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি মাইকেল নংরুম, দপ্তর সম্পাদক ও দৈনিক খবরপত্র ও চ্যানেল সিক্স এর জুড়ী উপজেলা প্রতিনিধি জালালুর রহমান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের জুড়ী উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জায়েদ ও সদস্য আনোয়ার হোসেন মঞ্জু প্রমূখ, সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি মোঃ দেলোয়ার হোসেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের জন্য পেশাগত কাজে প্রয়োজনীয় সরঞ্জাম, কম্পিউটার, ক্যামেরা সহ আসবাবপত্র প্রদানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।উল্লেখ্য মোঃ দেলোয়ার হোসেনকে অদ্য জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে নিয়োগ প্রদান পূর্বক সংবর্ধনা প্রদান করা হয়েছে।