বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২১ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাব সভাপতি, সমকাল সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ২ যুবককে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের শহিদ ফকিরের ছেলে জিসান মিয়া (৩২) ও মৃত হেলাল উদ্দিনের ছেলে নাজমুল ফকির (২৭)। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জিসান ও নাজমুলসহ ৭/৮ জন যুবকের একটি গ্রুপ ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেসক্লাব সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উস্কানিমূলক পোস্ট দিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বাদী হয়ে গত ২৯ অক্টোবর অজ্ঞাতনামা ৩ জনসহ ৯ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পাগলা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পাগলা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেইক আইডি গুলোকে চিহ্নিত করে। গত সোমবার দিবাগত রাতে থানার এসআই সঞ্জয়ের নেতৃত্বে পুলিশফোর্স লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com